Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রার্থীর ভাই আটক

কেন্দ্র দখল করতে গিয়ে জাতীয়পার্টির দুই সমর্থক গুলিবিদ্ধ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৪, ০৪:৪৩ পিএম


কেন্দ্র দখল করতে গিয়ে জাতীয়পার্টির দুই সমর্থক গুলিবিদ্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় পার্টির দুই সমর্থক ভোট কেন্দ্র দখল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

গ্রেপ্তার হয়েছেন লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লেটানের ছোট ভাই জগন্নাথ 
বিশ^বিদ্যালয়ের সাবেক জিএস জাহাঙ্গীর সিকদার জোটন।

ফলে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। তা ছাড়া সদাসদী কেন্দ্রেও লাঙ্গলের সমর্থকেরা ভাংচুর করে কেন্দ্র দখলে চেষ্টা করেছে।

তবে নৌকার সমর্থকদের বিরুদ্ধে প্রায় একই রকম অভিযোগ তুলেছেন লাঙ্গলের সমর্থক রোহেল সিকদার। এ ছাড়া আড়াইহাজারের ১০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সব গুলো ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ চলছিল।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক সাংবাদিকদেরকে জানান, সকাল সাড়ে দশটার দিকে জাহাঙ্গীর সিকদার লোটন তার দলবল নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রদী কেন্দ্রটি দখল করতে যায়।

সেখানে নৌকার প্রার্থীর লোকজন বাধা দিলে গন্ডগোল বাঁধে। ওই সময় ঘটনাস্থলে গুলির শব্দ পাওয়া যায় এবং জাতীয়পার্টির সমর্থক নুরুলহক (৬০) ও একজন মহিলা গুলিবিদ্ধ হন। পরে আইনশৃংখলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এইচআর
 

Link copied!