Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন হাসানুল হক ইনু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৪, ০৮:২৪ পিএম


স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু। ছবি: ফাইল

দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২  (মিরপুর ও ভেড়ামারা) আসনে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬৭৩১ ভোট। অধিকাংশ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে ইনুর।

এদিকে ৪১২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল জানা যায়।

এআরএস

Link copied!