Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বিপুল ভোটে জিতলেন ওবায়দুল কাদের

এম.এস আরমান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

এম.এস আরমান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

জানুয়ারি ৭, ২০২৪, ০৯:০১ পিএম


বিপুল ভোটে জিতলেন ওবায়দুল কাদের
ছবি: সংগ্রহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ক’টি আসন রয়েছে তার মধ্যে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন অন্যতম। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (০৭ জানুয়ারি) সারাদিন ভোট গ্রহণ শেষে যখন গণনা শুরু হলো, তখন সারা দেশে অন্য আসনগুলোর মতোই আওয়ামী লীগের জয়জয়কার এই আসনেও।

দিন শেষে ১৩২টি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি পেয়েছেন১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত ব্যারিস্টার তানভীর আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯ হাজার ৭০২ ভোট।  অর্থাৎ, ভোটের বিশাল ব্যবধানে জিতেছেন ওবায়দুল কাদের। এর আগে এই আসন থেকে ৭ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ওবায়দুল কাদের। এ নিয়ে জিতলেন ৫ বার।

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীক নিয়ে মোহাম্মদ মকছুদের রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) এর চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ শামছুদ্দোহা পেয়েছেন ১ হাজার ৪৯৩ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) এর ছড়ি প্রতীক নিয়ে শাকিল মাহমুদ চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট।

এআরএস

Link copied!