Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টানা তৃতীয়বার এমপি নির্বাচিত আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৪, ০৯:১২ পিএম


টানা তৃতীয়বার এমপি নির্বাচিত আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জয় পেয়েছেন অ্যাডভোকেট আনিসুল হক। একই আসন থেকে তিনি টাকা তৃতীয়বার নির্বাচনে জয় লাভ করলেন।

আজ রবিবার আসনের বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে রাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

আসনের ১১৮ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল থেকে জানা গেছে, নৌকা প্রতীকে আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান আম মার্কায় ভোট পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।

আখাউড়া ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’

আরএস

Link copied!