Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৪, ০৯:২২ পিএম


সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী  ও সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪ হাজার ভোট।

জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ১৪৫টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দু‍‍` উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। নির্বাচনে তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন জগন্নাথপুর ও শান্তিগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সস্পন্ন হয়। ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। দুপুর ২  টার দিকে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত (কাঠাল প্রতীক) এর প্রার্থী তালুকদার মকবুল হোসেন জালভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।

এআরএস

Link copied!