Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৪ বারের এমপিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়ী

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়া প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৪, ০৩:৩৪ পিএম


৪ বারের এমপিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়ী

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) একক আসনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এ আসনে ৮৪ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৪ বারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. রুস্তুম আলী ফরাজিকে বিপুল ভোটে পরাজিত করে বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) শামীম শাহনেওয়াজ।

বিজয়ী কলার ছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকে ডা. রুস্তুম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন ও তৃতীয় লিংঙ্গের ১ জন।

এ আসনে নৌকার মনোয়ন পেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাপা জোটের সাথে আসন ভাগাভাগিতে এ আসন ছেড়ে দেয় আ.লীগ। ফলে নৌকা এ আসনে জোটের লাঙ্গল প্রতীকে মনোয়ন পান জাপার জিএম কাদের এর উপদেষ্টা মাশরেকুল আজম রবি।

নৌকার মনোনয়ন হারিয়ে আশরাফুর রহমান তার আপন বড় ভাই শামীম শহনেওয়াজকে সমর্থন দিলে ভোটের হিসেব পাল্টে যায়। জোট প্রার্থীর পক্ষে স্থানীয় আ.লীগ নেতা কর্মীরা বিভক্ত হয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে ভোট যুদ্ধে নামেন। তবে নৌকার মনোনয়ন প্রার্থী আশরাফুর রহমানের আপন বড় ভাই স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিপুল ভোটের ব্যবধানে ৪ বারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী ডা. মো. রুস্তুম আলী ফরাজিকে পরাজিত করে বিজয়ী হন।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ শান্তিপূর্ণ করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এইচআর

Link copied!