Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

‘আমার পিছনে নয়, আমি আপনাদের পিছনে ছুটবো’

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৪, ০৪:০৫ পিএম


‘আমার পিছনে নয়, আমি আপনাদের পিছনে ছুটবো’

বাগেরহাট-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, আজকের এ বিজয় আমার না এ বিজয় শেখ হাসিনার বিজয়। উন্নয়নের ধারাবাহিকতার বিজয় হয়েছে।

সোমবার (৮ জানুয়ারী) সকালে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন শেষে নেতাকর্মী ও উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে সোহাগ এ কথা বলেন।

সোহাগ বলেন, আমার পিছনে আপনাদের ছুটতে হবেনা, আমিই আপনাদের পিছনে ছুটবো। আমি এ মাটির সন্তান, তাই আমি আপনাদের চাওয়া পাওয়া অনুভব করি। এ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এইচআর 

Link copied!