Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৩৬ হাজার ভোটে এমপি হলেন সাংবাদিক শফিকুর রহমান

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জানুয়ারি ৮, ২০২৪, ০৫:৪৮ পিএম


৩৬ হাজার ভোটে এমপি হলেন সাংবাদিক শফিকুর রহমান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান দ্বিতীয় বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান নৌকা প্রতীকে ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৪ হাজার ৪২৫ ভোট। ১৮৭৬০ ভোট পেয়ে (ট্রাক) প্রতীকে ভোট পেয়ে সিআইপি জালাল আহমেদ তৃতীয় হয়েছেন।

এ ছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে সাজ্জাদ রশিদ পেয়েছেন ৫৯০ ভোট,  বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন(বিএনএম) পার্টির মহাসচিব ড. মো. শাহজাহান নোঙ্গর প্রতিক নিয়ে পেয়েছেন এক হাজার ৭৪ ভোট, তৃনমূল বিএনপির সোনালী আশ প্রতিক নিয়ে মো. আবদুল কাদির তালুকদার পেয়েছেন ৩৬০ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীক নিয়ে আবদুল গনী ২০৮ ভোট পেয়েছে এছাড়াও বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী ফুলের মালা নিয়ে ২০১ ভোট পেয়েছেন ।

রোববার রাত সাড়ে ১০ টা নাগাদ সহকারী রিটানিং কর্মকর্তা মৌলি মন্ডল সাক্ষরিত কাগজে এ ঘোষণা দেন

এ আসনে ৩ লাখ ৬৯ হাজার ১২৯ ভোটারের মধ্যে ৯৫ হাজার ৮৪০ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৭৬৪টি ভোট বাতিল হয়।

এআরএস

Link copied!