Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৪, ০৬:১৬ পিএম


গফরগাঁওয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ফরহাদ হোসেন (১৮)নামে এক যুবকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে। 
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তাকর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের নিরাপত্তকর্মী এবং যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ফরহাদ হোসেন। এতে ট্রেনের কয়েকটি দরজা এবং জানালা ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি তাৎক্ষনিক রেললাইন পাহারায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এ সময় মোস্তফা নামে এক আনসার কমান্ডার আহত হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে  থানায় মামলা হয়েছে।

আরএস

 

Link copied!