Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পূর্বাচলে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

পূর্বাচল ও পূবাইল প্রতিনিধি

পূর্বাচল ও পূবাইল প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৪, ০৬:৪৯ পিএম


পূর্বাচলে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল  এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রুপগঞ্জ থানার পুলিশ।

আজ (৯ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে রুপগঞ্জ উপজেলার রঘুরামপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

রুপগঞ্জ উপজেলার পূর্বাচলের রঘুরামপুর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার। 

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রুপগঞ্জ উপজেলার পূর্বাচলের রঘুরামপুর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।
পরে খরর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

তবে নিহত ব্যক্তির একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এবং এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরএস

Link copied!