Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৪, ০৭:৫৭ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা (১২) ও কসবা উপজেলার কুঠি গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা (৬)।ইলমা সম্পর্কে সায়মার ভাগনি।

প্রত্যক্ষদর্শীরা ও নিহত সায়মার মা জুহেরা বেগম জানান, দুপুরে ইলমা ও সায়মা বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে। এসময় ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে পানি থেকে উঠাতে সায়মাও পানিতে ঝাঁপিয়ে পড়ে। সাঁতার না জানার কারণে দু‍‍`জন পানি থেকে উঠতে পারেনি। প্রত্যক্ষদর্শীরাও চেষ্টা করে জীবিত অবস্তায় তাদের উদ্ধার করতে পারেননি। পরে তারা দুজনই পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএস
 

Link copied!