Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যায় জড়িতদের বিচারের দাবি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

জানুয়ারি ১০, ২০২৪, ১২:৩৬ পিএম


নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যায় জড়িতদের বিচারের দাবি
ছবি: আমার সংবাদ

ঝালকাঠির নলছিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদ (৪০) কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন নিহত ফুয়াদ কাজীর বড়  ছেলে সাফিন কাজী, বড় ভাই ফয়সাল কাজী, পিতা মকবুল হোসেন কাজী, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম  শহিদুল ইসলাম পান্নু।

প্রতিবাদ সমাবেশে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।

এরআগে গত ৭ জানুয়ারি রাত ১০ টার দিকে  সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআরএস

Link copied!