Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

জগন্নাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৪, ০৩:৩৯ পিএম


জগন্নাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধু নাজিফা বেগম (২২) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাছুম মিয়ার স্ত্রী। তাঁদের দেড় বছরের এক কন্যা শিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- গত মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী ও সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়েন গৃহবধূ নাফিজা বেগম। রাত ২ টার দিকে মেয়ের কান্না শুনে মাছুম মিয়া জেগে উঠে দেখেন তাঁর স্ত্রী পাশে নেই।

পরে স্ত্রীকে খুঁজতে গিয়ে দেখতে পান সে বাড়ির পিছনের আম গাছের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।

আজ বুধবার ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 

Link copied!