সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৪, ০৬:০৩ পিএম
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৪, ০৬:০৩ পিএম
দুস্থ প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দিলেন মানিকগঞ্জর সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে সিঙ্গাইর পৌর এলাকার ৫০ জন অসহায় প্রতিবন্ধীদের হাতে এই কম্বল তুলেদেন তিনি।
সুবিধাভোগি চায়না আকতারসহ অনেকেই বলেন, ইউএনও স্যার শীতের কম্বল দেওয়ায় আমরা অনেক খুশি। কম্বল পেয়ে খুব ভালো লাগছে, রাতে আরামে ঘুমাতে পারবো।
সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, শীতার্ত, অসহায় ও দু:স্থ মানুষের কষ্ট যাতে লাঘব হয়, সে জন্য তাদের কম্বল প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সরকার। শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আহাদি হোসেন, সমাজ সেবা অফিসার মঞ্জুরুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জোবায়দা গোলশান আরা, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক রতন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।
এইচআর