Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

থেমে থেমে চলছে যানবাহন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

জানুয়ারি ১২, ২০২৪, ০১:০১ পিএম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
ছবি: আমার সংবাদ

ঘনকুয়াশা ও কিছু চালকের এলোমেলো গাড়ি চালানোর কারণে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার ভোররাত থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে এমন যানজটের কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধুসেতুপূর্ব গোলচত্ত্বর থেকে ভুঞাপুর দিয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে।

বঙ্গবন্ধু পর্ব থানা পুলিশ জানিয়েছে, ভোর রাতে কুয়াশা কিছুটা বেড়ে গেলে যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এসময় কিছু অসাধু চালক এলোমেলো ভাবে গাড়ি নিয়ে মহাসড়কে ৩ লেন করে ফেলে। এতে অপর লেনের গাড়ি চলাচল। বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া মহাসড়কের টাঙ্গাইল অংশে কোন দুর্ঘটনা বা গাড়ি বিকলের তথ্য নেই পুলিশের কাছে।

এআরএস

Link copied!