Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাধবপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে হাতাহাতি, নিহত ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৪, ০১:১৭ পিএম


মাধবপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে হাতাহাতি, নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে ঝগড়ায় ফার্মেসী ব্যবসায়ী সুভাষ চন্দ্র পাল নামে এক ব্যক্তি নিহত হয়েছে।  আজ শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে আজ সকালে পরিবারের সদস্যদের ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ চন্দ্র পাল ঢাকা-সিলেট মহাসড়কে যাওয়া মাত্রই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়।

খরব পেয়ে মাধবপুর থানার এস আই সুজন শ্যাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানিয়েছেন।

এআরএস

Link copied!