Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

মাধবপুর প্রতিনিধি

মাধবপুর প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৪, ০৮:১৪ পিএম


অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করাকালে বিল্লাল মিয়াকে ৫০ হাজার জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শুক্রবার বিকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপর গ্রামে অভিযান চালিয়ে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব টিলা কেটে মাটি বিক্রি করার খবর পায়। পুলিশসহ অভিযান চালিয়ে পরমানন্দপুর গ্রামের খেলু মিয়ার পুত্র বিল্লাল মিয়া(২৬)কে মাটি পরিবহনের গাড়ীসহ আটক করে।

ভ্রাম্যমান আদালতের বিচারক রাহাত বিন কুতুব অপরাধী বিল্লাল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমান আদায় করে।

এইচআর
 

Link copied!