Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৪, ০৪:৪৭ পিএম


গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র শীত থেকে রক্ষায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া জবা রানী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১০ টার দিকে পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়ার নিজ বাড়িতে মারা যান তিনি। জবা রানী কর্ণিপাড়ার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ওই দম্পতির নি:সন্তান ছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন জবা। কনকনে শীত থেকে একটু স্বস্তির আশায় বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন তিনি। এসময় খড়ের আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধা দগ্ধ হন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন তারা। পরে শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান। সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!