Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

মহেশপুরে দুই সাংবাদিককে হুমকি দিলেন ১৭ মামলার আসামী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৪, ০৫:১৪ পিএম


মহেশপুরে দুই সাংবাদিককে হুমকি দিলেন ১৭ মামলার আসামী

ঝিনাইদহের মহেশপুরে বাল্য বিবাহের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখে প্রাণ নাশের হুমকি ছিয়েছেন ১৭ মামলার আসামী ফিরোজ। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার মান্দার বাড়িয়া ইউপির বেলেমাঠ বেলতলা গ্রামের মাঠের মধ্যে দুই সাংবাদিকের মোটসাইকেল দাড়করিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেন।

সাংবাদিক রাজন ও সাইফুল জানান,আজীবাড়ি নওদাগ্রামে বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিক্তিত্বে আমরা দুজন সেখানে উপস্থিত হয়ে। তথ্যনিয়ে ফেরার পথে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ফুফা ফিরোজ বেলতলা গ্রামের মাঠের মধ্যে আমাদের গাড়ির গতিরোধ করে দাড়ঁকরিয়ে বলতে থাকেন বাল্যবিয়ে দিলে কি হবে আপনারা কেনো এসেছেন। 

আমাদের মেয়ে আমরা বাল্য বিয়ে দেই আর না দেই তাতে আপনাদের কি? এই বলে সে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং পত্রিকায় লিখলে  দেখে নেওয়ার হুমকি প্রদান করে। এ বিষয়ে মহেশপুর থানায় দুই সাংবাদিক সাধারণ ডায়েরী করেছেন।

আরএস

Link copied!