Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রামগড়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:৩৬ পিএম


রামগড়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: আমার সংবাদ

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনাম(৩০) নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ২নং ওয়ার্ড সুকেন্দ্রাই পাড়া  উপজেলা লেকের সাদা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এনামকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, মো. এনাম(৩০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন এর মো. মকবুল আহাম্মদের ছেলে।

রামগড় থানা পুলিশ জানান, খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং খাগড়াছড়ি জেলার নাগারিকদের একটি সুশৃঙ্খল ও শন্তিপূর্ন সামাজিক পরিবেশ উপহার দিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক নির্দেশনায় খাগড়াছড়ি জেলা পুলিশ নিরন্তরভাবে আইনগত কর্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় রামগড় থানাধীন রামগড় পৌরসভার ২নং ওয়ার্ড সুকেন্দ্রাই পাড়া উপজেলা লেকের সাদা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. এনাম(৩০)কে ৬০০ পিস  ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে আসামি বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এআরএস

Link copied!