Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আনসার বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী আস্থাশীল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:৪৬ পিএম


আনসার বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী আস্থাশীল
ছবি: আমার সংবাদ

আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র বাহিনী আনসার ভিডিপি প্রতি মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাশীল। বিভিন্ন সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। এছাড়াও, দুর্যোগ মোকাবিলা, কোভিড ১৯ নাশকতা থেকে রেললাইন রক্ষাসহ বিভিন্ন কাজে আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছেন।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ভিডিপি‍‍`র ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০২০ সালে মহামারি করোনা ভাইরাসের সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের মানুষের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে, এছাড়াও বন্যা মোকাবিলা, ক্ষতিগ্রস্থ কৃষকের ধান কেটে দেয়া, খাবার বিতরণসহ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা থেকে রেলসড়ক রক্ষা, অগ্নিসংযোগ মোকাবিলা ও নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা বিশেষ অবদান রেখেছেন।  তাই মাননীয় প্রধানমন্ত্রী এই বাহিনীর উপর আস্থাশীল।

এর আগে বেলুন, পায়রা উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, পরে একটি সুসজ্জিত র‍্যালি বের করেন তারা। এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমাস্ট্যান্ট উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, জেলা কমাক্ষ্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!