Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

মহেশপুরে বালাইনাশক বিক্রেতাদের দিনব্যাপী প্রশিক্ষণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৪, ০৭:১১ পিএম


মহেশপুরে বালাইনাশক বিক্রেতাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বালাইনাশকের ব্যবহার ও নীতিমালা সম্পর্কে পাইকারী ও খুচরা বালাইনাশক বিক্রেতাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বালাইনাশকের ব্যবহার ও নীতিমালা সম্পর্কে নতুন লাইসেন্স প্রাপ্ত পাইকারী ও খুচরা বালাইনাশক বিক্রেতাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা, উপ-সহকারী কর্মকর্তা মহিদুল ইসলাম প্রমুখ।

পরে প্রশিক্ষণ শেষে বালাইনাশক ব্যবসায়ীদের মাঝে নতুন লাইসেন্স প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

আরএস

Link copied!