কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৪, ০৭:৪৫ পিএম
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৪, ০৭:৪৫ পিএম
গাজীপুরের কাশিমপুরে দক্ষিণ পানিশাইল এলাকায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৬টি নির্মাণধীন বাড়ি ও সীমানা প্রাচীর উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে টঙ্গী সার্কেল এর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এর নেতৃত্বে এ সব দখলকৃত জমি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান কালে রাজু মন্ডল (২৭)নামে একজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন এবং জাহাঙ্গীর আলম ও হারুন অর রশিদ নামে দুজনের নামে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মহানগরীর কাশিমপুরের দক্ষিণ পানিশাইল মৌজার ১ নং খতিয়ানের আর.এস ৪৩২ নং দাগে জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ ও রাজু মন্ডল নামে কয়েকজন ব্যক্তি জমি দখল করে স্কুল নির্মাণ, প্লট আকারে কিছু বিক্রিও করে দিয়েছেন।
বাকী অংশে নিজেরাও ঘর বাড়ী নির্মাণ করছিলেন। সেখানে সীমানা প্রাচীরও দিয়েছেন তাঁরা। আজ (১৪ জানুয়ারি টঙ্গী সার্কেল (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় উচ্ছেদ অভিযান কালে উপস্থিত ছিলেন কাশিমপুর ভূমি অফিসের নায়েব সারোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম আব্বাস, মোশাররফ মৃধাসহ এলাকাবাসী ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এইচআর