Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মনপুরায় ৮০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৪, ০১:০৪ পিএম


মনপুরায় ৮০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত

ভোলার মনপুরায় ১৪ দিনের ব্যবধানে আবারও একটি অলিভ রিডল সি (জলপাইরঙা) প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৮০ কেজি।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে রামনেওয়াজ বিটের আওতায় ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীর তীর থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ। ধারনা করা হচ্ছে কচ্ছপটি বালুর মধ্যে ডিম পাড়ার জন্য নদীর তীরে এসে বালুর মধ্যে আটকে যায়।

স্থানীয়সূত্রে জানা যায়, জেলেরা নদী থেকে মাছ ধরে তীরে আসার সময় কচ্ছপটি বালুর মধ্ আটকে থাকতে দেখে। পরে জেলেরা বনবিভাগের টহলটিমকে ফোন করে জানালে বনবিভাগ অক্ষত অবস্থায় কচ্ছপটিকে উদ্ধার করে।

বনবিভাগ নিশ্চিত করেন কচ্ছপটি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ। পরে স্থানীয় জনগন এবং সাংবাদিকদের উপস্থিতিতে কচ্ছপটি মনপুরার জংলারখাল সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করেন।

এবিষয়ে রামনেওয়াজ বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম মিলন জানান, এটি একটি বিরল প্রজাতির জলপাই রঙা কচ্ছপ। যার ওজন প্রায় ৮০ কেজি। হরহামেশাই এত বড় কচ্ছপের দেখা মিলে না। জেলেরা আমাদের ফোনে জানালে টহলটিম দ্রুত কচ্ছপটি উদ্ধার করে। কচ্ছপটি মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এইচআর

Link copied!