Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নান্দাইলে ৪২ বস্তা চিনিসহ ট্রাক ও চালক আটক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৪, ০৩:২৯ পিএম


নান্দাইলে ৪২ বস্তা চিনিসহ ট্রাক ও চালক আটক

ময়মনসিংহের নান্দাইলে ৪২ বস্তা চিনি সহ ট্রাক ও চালককে আটক করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানরামপুর এলাকার দত্তপুর বাজার থেকে চিনি সহ ট্রাকটিকে আটক করা হয়।

এসময় ট্রাক চালকেও আটক করে স্থানীয় জনতা। জানাগেছে, দত্তপুর বাজারের রিপন মিয়ার দোকানের সামনে ট্রাকটি চিনির বস্তা সহ দাড়িয়ে থাকলে স্থানীয় জনতার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

ভারতীয় চিনির সন্দেহে স্থানীয় জনতা চিনিসহ ট্রাক ও চালককে আটক করে থানা পুলিশকে অবহিত করে। পরে নান্দাইল মডেল থানার এসআই মো. আশরাফ ফারুক ঘটনাস্থল থেকে উক্ত ৪২ বস্তা চিনি সহ ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ উক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় দোকানদার রিপন মিয়ার দাবী, এগুলো দেশীয় চিনির বস্তা। তবে গাড়ী ও চালানের সঠিক কাগজপত্র নিয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর

Link copied!