Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

তালতলীতে গরুসহ চোর আটক

তালতলী(বরগুনা) প্রতিনিধি

তালতলী(বরগুনা) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৪, ০৫:২০ পিএম


তালতলীতে গরুসহ চোর আটক

বরগুনার তালতলী উপজেলায় পাঁচটি গরুসহ শ্রী সুভাষচন্দ্র বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৫ জানুয়ারী) ভোররাত ৪ টার দিকে উপজেলার বাদুরগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, শ্রী সুভাষচন্দ্র পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রমনী চন্দ্র বেপারীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার আঙ্গার পাড়া এলাকার ইদ্রিস হাওলাদারের গোয়াল ঘর থেকে পাঁচটি গরুচুরি করে পালাচ্ছিলেন শ্রী সুভাষ চন্দ্র বেপারী। টের পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকজন গরুসহ তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ধরে নিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দারা চোরকে পুলিশে দিলে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচআর

 

Link copied!