Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৪, ০৩:৪৭ পিএম


নেত্রকোণায় ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত ভোর রাতে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের তেলিগাতী গ্রামের শফিক মিয়ার বাড়ির রান্নাঘর থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, একই গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মো. রিপন মিয়া (৩৫), মো. নাজিম উদ্দীনের পুত্র জসীম উদ্দিন (৪২), মৃত ইদ্দিস মিয়ার পুত্র জলিল মিয়া (৩৫), মৃত.নুরু মিয়ার পুত্র বকুল মিয়া (৫২), মৃত হরমুজ আলীর পুত্র মতি মিয়া (৪৩), এলাহি নেওয়াজের পুত্র সাইদুল ইসলাম (৩২) ও মৃত কেন্তাব আলীর পুত্র এলাহি নেওয়াজ (৭১)। তাদেরকে জুয়া আইনের মামলা দায়েরের পর কোর্টের মাধ্যমে জেলহাযতে প্রেরণ করা হয়েছে।

এইচআর
 

Link copied!