Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চেতনানাশক খাইয়ে ঘরের মালামাল লুট, হাসপাতালে ৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৪, ০৮:০৫ পিএম


চেতনানাশক খাইয়ে ঘরের মালামাল লুট, হাসপাতালে ৩

মাদারীপুরে খাবারের সাথে চেনতানাশক খাইয়ে ঘরের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অসুস্থ্য হয়েছে তিনজন। 
মঙ্গলবার ভোরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মিজানুর রহমান মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান মৃধা ওই গ্রামের ইব্রাহীম মৃধার ছেলে।

স্বজনরা জানায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে মিজানুরের ঘরের লোকজন। পরে সকালে ঘরের দরজা না খুললে প্রতিবেশিরা ডাকাডাকি করে। এতে সাড়া না দিলে সন্দেহ হয় তাদের। পরে পেছনে গিয়ে টিনশেট ঘরের বেড়া কাটা দেখতে পান তারা।

একপর্যায়ে ঘরের ভেতর সব এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয় পরিবারের সদস্যরা। এ সময় অসুস্থ তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, রাতে কৌশলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে টিনশেট ঘরের বেড়া কেটে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন নিয়ে যায় তারা। এই ঘটনায় মালামাল উদ্ধারসহ দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার হালদার জানান, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচআর

Link copied!