Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিসিক কর্মকর্তার মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৪, ০৮:১৬ পিএম


কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় বিসিক কর্মকর্তার মৃত্যু

কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামের আব্দুল মান্নান সরকারের স্ত্রী রংপুর বিসিক কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন দুলী (৫২) ট্রাকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানাগেছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশা যোগে তার কর্মস্থল রংপুর বিসিক অফিসে যাওয়ার পথে নবদীগঞ্জ বাজারের সন্নিকটে গেলে বিপরীত দিক আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটোর যাত্রী দিলরুবা ইয়াসমিন দুলী গুরুত্বর আহত হয়।

পরে তাকে পথচারীরা উদ্ধার করে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বালাপাড়া ইউপি সদস্য মো. আমিরুল ইসলাম পলাশ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মঙ্গলবার  সকাল ১১টার কাউনিয়ার সাহাবাজ গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

এইচআর

Link copied!