Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৪, ১২:১৪ পিএম


৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
ছবি: সংগ্রহীত

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) ১০টা থেকে বিআইডব্লিউটিসির হরিনা ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে মঙ্গলবার  দিবাগত রাত ২টা  থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চাঁদপুরের হরিনা ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ফয়সাল আহমেদ জানান, মঙ্গলবার  দিবাগত মধ্য রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায়, দুর্ঘটনা এড়াতে চাঁদপুর- শরীয়তপুর নৌপথে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে বুধবার  সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

এ সময় তিনি আরও জানান, দুর্ঘটনা এড়াতে ঘনকুয়াশায় দেখা দিলে  আমরা প্রায় প্রতিদিন এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখি, কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

এআরএস

Link copied!