Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাধবপুরে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৪, ০৫:১৮ পিএম


মাধবপুরে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে আদুরী ব‍্যাক্তি (৫২)নামে চা বাগানের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুকুরে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী মাধবপুর থানা পুলিশকে খবর দিলে ওই দিন দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। আদুরী উপজেলার সুরমা চাবাগানের মনোরঞ্জন ব‍্যক্তির মেয়ে।

আদুরীর ভাই অনদা ব‍্যক্তি জানান গত ১২জানুয়ারি সকাল ৮টার দিকে আদুরি কাজের সন্ধ্যনে বের হন। পরে আর বাড়ি ফেরেনি। এব‍্যাপারে ভাই অনদা থানায় একটি জিডি করেন।

নিখোঁজের ৫দিন পর আদুরির লাশ বেজুড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্হায় দেখতে পেয়ে স্হানীয়রা পুলিশকে খবর দেন।

মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্তে আতিকুর রহমান জানান ময়নাতদন্তের জন‍্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত‍্যুর সঠিক কারণ জানা যাবে।

এইচআর

Link copied!