Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ভোলায় অভিযানে আটক ৭, জব্দকৃত নৌকা নিলামে বিক্রি

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৪, ০৫:২৭ পিএম


ভোলায় অভিযানে আটক ৭, জব্দকৃত নৌকা নিলামে বিক্রি

ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করেছে। এসময় ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জব্দকৃত নৌকাটি নিলাম বিক্রি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. আল আমিন জানান, ১৬ জানুয়ারি বিকালে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৫টি মশারি জাল এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল সন্ধ্যায় শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে।

অভিযানের সময় একটি নৌকা ও ৭ জন জেলেকে আটক করা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ দেবনাথ স্যারের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে অপ্রাপ্ত বয়স্ক বিবেচনা করে মুচলেকা নেয়া হয়। আজ বুধবার দুপুরে জব্দকৃত নৌকাটি নিলাম বিক্রি করা হয়েছে।

এআরএস

Link copied!