Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে এসে ধরা দুই যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৪, ০৫:৪৬ পিএম


লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে এসে ধরা দুই যুবক

লক্ষ্মীপুরের চররুহিতায় অস্ত্র বিক্রি করতে এসে ফরহাদ হোসেন ফাহিম ও হাসান গাজী প্রকাশ শাকিল নামে দুই যুবক প্রথমে স্থানীয় জনতার হাতে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় বুধবার দুপুরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।

পুলিশ জানায়, আটক ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল আসে। শাকিল পিস্তলটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে আটক যুবকরা ঘটনাস্থল আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

এইচআর
 

Link copied!