Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিংগাইরে হ্যালোবাইকে পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৪, ০৭:০৮ পিএম


সিংগাইরে হ্যালোবাইকে পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে হ্যালো বাইকে পৃষ্ট হয়ে তামিম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত-শিশু তামিম ঐ এলাকার মো.শামীম হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায়, তামিম বাড়ির পাশে কালিয়াকৈর ভায়া সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক স্থানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। খেলার এক পর্যায় রাস্তায় দৌড়ে গেলে কালিয়াকৈর থেকে থেকে আসা হ্যালো বাইক শিশুর ওপরে ওঠে যায়।

এতে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এইচআর

Link copied!