Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শ্রীপুরে বালু বোঝাই ট্রাক উল্টে যুবকের মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৪, ০৮:৫৫ পিএম


শ্রীপুরে বালু বোঝাই ট্রাক উল্টে যুবকের মৃত্যু

মাগুরা শ্রীপুরে বালু বোঝায় ৫ চাঁকার ট্রাক উল্টে দিদার হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টা ৪০ মিনিটের দিকে উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক নাকোল শেখপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, বুধবার বিকেলে নিহত দিদার হোসেন বালু বোঝায় ৫ চাঁকার ট্রাক নিয়ে নাকোল থেকে বরালিদাহের উদ্দেশ্যে রওনা করে। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
এইচআর

Link copied!