Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, মালিক নিহত চালক আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৪, ০৬:৩৭ পিএম


নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, মালিক নিহত চালক আহত

গাজীপুরের শ্রীপুরে নতুন প্রাইভেটকার কিনে রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মালিক মাফিজ মন্ডল (৬৩) নিহত হয়েছেন। এ সময় চালক রুবেল আহত হয়। মাফিজ মন্ডল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় শ্রীপুর উপজেলার মাওনা-শৈলাট গাজীপুর সড়কের বদনীভাঙ্গা ব্রীজ সংলগ্ন খাদে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গত কয়েকদিন আগে নতুন প্রাইভেটকার কিনেন মাফিজ মন্ডল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে রেজিস্ট্রেশন করার জন্য প্রাইভেটকার নিয়ে ঢাকা রওনা দেন।

মাওনা-শৈলাট গাজীপুর সড়কের বদনীভাঙ্গা ব্রীজে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়ির গ্লাস ভেঙ্গে মাফিজ মন্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে আহতবস্থায় উদ্ধার করে।

আহত চালক রুবেলকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচআর

Link copied!