Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শীতার্তদের উষ্ণতা ছড়িয়ে দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২৪, ০৬:৪৩ পিএম


শীতার্তদের উষ্ণতা ছড়িয়ে দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী

পাহাড়ে কনকনে শীতে সীমাহীন কষ্টে পড়েছে নিম্ন আয়ের অসহায় হত দরিদ্র খেটে খাওয়া মানুষেরা। তাদের কষ্ট লাঘবে খাগড়াছড়িতে ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে জেলা শহরের কদমতলী এলাকায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অসহায় হতদরিদ্র, শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র তুলেদেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি জেলা আ,লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আ,লীগের  সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের  নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যাচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহসহ পদস্থ কর্মকর্তা দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করা হবে। তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোকে অধিকতর ক্ষমতায়ন ও পার্বত্য শান্তিচুক্তির সুফল যাতে পার্বত্যবাসী ভোগ করতে পারে সে ব্যাপারে কাজ করা হবে।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরো একবার নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

এইচআর

Link copied!