Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রামগঞ্জে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৯, ২০২৪, ০৩:২৫ পিএম


রামগঞ্জে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ সুবর্ণা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর পালের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সুবর্ণা সৌদি প্রবাসী সুমন হোসেনের মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী।

সুবর্ণার মা ঝর্ণা বেগম জানান, সকাল সাড়ে আটটার সময় আমি এবং আমার মেয়ে সুবর্ণা এক সাথে ঘুম থেকে উঠি। পরে হাত মুখ ধুয়ে আমি রান্নাঘরে রুটি বানাতে গিয়েছি। কিছুক্ষণ পর ঘরে এসে দেখি সুবর্ণা গলায় ফাঁস দিয়েছে।

তবে সুবর্ণা আগে থেকেই  অসুস্থ। সে শীতকাল আসলেই সে বেশি অসুস্থ হয়ে পড়ে। সুবর্ণার ফাঁসের বিষয়ে আমরা কাউকে সন্দেহ করিনা।

ওয়ার্ড মেম্বার ইয়াছিন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সুবর্ণার পরিবারসহ সকলের কাছে শুনেছি সে অসুস্থ ছিল। তার গলায় ফাঁসের বিষয়ে কাউকে সন্দেহ করে না নিহতের পরিবার।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এআরএস

Link copied!