Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায়

সোহাগ পরিবহণ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নুর মোহাম্মদ মিঠু

জানুয়ারি ১৯, ২০২৪, ০৮:২৬ পিএম


সোহাগ পরিবহণ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ঢাকা-খুলনা মহাসড়কের  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সংবাদ পেয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। যতদূর শুনেছি, ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

Link copied!