Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঝিকরগাছায় পরকীয়ার জেরে যুবক খুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৪, ০৪:৫৬ পিএম


ঝিকরগাছায় পরকীয়ার জেরে যুবক খুন

যশোরের ঝিকরগাছায় পরকীয়ার জেরে তৌফিক(২৭) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কাটাখাল আফিল ডিম ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কৃষ্ণনগর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে তৌফিক আহমেদের সঙ্গে একই উপজেলার কেসমত ওরফে ক্যাসেটের স্ত্রী রিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক চলছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্যাসেটের স্ত্রী রিয়া ও তৌফিক কে একসঙ্গে দেখে ক্যাসেট। বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও শনিবার সকালে তৌফিককে ছুরিকাঘাত করে ক্যাসেট।

প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে সার্জারি ওয়ার্ডে নেওয়ার পর পর তৌফিক মারা যায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনার পর হত্যাকারীসহ পুরো পরিবার পলাতক রয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

Link copied!