Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তারাকান্দায় গৃহবধূর মরদেহ উদ্ধার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৪, ০৫:২৯ পিএম


তারাকান্দায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় শামছুন্নাহার (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার কামারিয়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী শামসুন্নাহারের ঝুলন্ত মরদেহ নিজ বসত ঘর থেকে শনিবার  সকাল সাড়ে ১০ টায়  পুলিশ  উদ্ধার করে।

তারাকান্দা থানার  অফিসর ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান, সকালে খবর পেয়ে ঝুলন্ত  মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তারাকান্দা থানা অপমৃত্যুর মামলা হয়েছে।

এআরএস

Link copied!