Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৪, ০৪:২৩ পিএম


গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিবেশীদের বিরুদ্ধে।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০)। অভিযুক্তরা হলেন একই বাড়ির উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা, বানেছা।

আহতদের ছেলে হিরোন বলেন, সকালে তারা আমাদের জমির গাছ কাটতে ছিলো, আমার বাবা তাদের বাধা দিলে  একপর্যায়ে লাঠি দিয়ে আমার বাবাকে  পিটানো শুরু  করে। পরবর্তীতে আমার মা তাকে রক্ষা করতে গেলে তাকে হত্যা করার জন্য কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে ।

এ বিষয়ে নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা গেছিলাম তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে এবং গাছকাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।  বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

এই্চআর

 

Link copied!