Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ: আহত অন্তত ১০

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৪, ০৭:৫২ পিএম


জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ: আহত অন্তত ১০

গাজীপুরের কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

রোববার (২১ জানুয়ারি)সকাল আনুমানিক ১১ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের পশ্চিম এনায়েতপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, ওই এলাকায় স্থানীয় দুই গ্রুপের মধ্যে জমি দখল নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা হাতে দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহামেদ মেডিকেল কলেজ হাসপাতালে ও কোনাবাড়ী এলাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

এবিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এইচআর
 

Link copied!