Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে কাভার্ডভ্যানের ধক্কায় রিকশা চালক নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৪, ০৮:০৭ পিএম


ত্রিশালে কাভার্ডভ্যানের ধক্কায় রিকশা চালক নিহত

ময়মনসিংহের ত্রিশালে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানাযায়, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের রাগামারা নামক স্থানে কাভার্ডভ্যান রিকশাকে চাপা দিলে গাড়ীটি দুমড়ে মুচড়ে ঘটনা স্থলেই রিকশা চালক নিহত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানা অফিসার ইনর্চাজ(তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা এলাকায় কাভার্ড ভ্যান চাপা দিলে রিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ এখনো শনাক্ত করা যায়নি। ঘাতক কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

এইচআর
 

Link copied!