Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এসআই পুরষ্কার পেলেন নয়ন মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৪, ০৮:২৮ পিএম


কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এসআই পুরষ্কার পেলেন নয়ন মিয়া

ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ এসসি হিসেবে পুরষ্কার পেয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই নয়ন মিয়া। ডিসেম্বর/২০২৩ মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে পুরস্কৃত করা হয়।

গত ১৯ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ মডেল থানার এসআই নয়ন মিয়ার নাম ঘোষণা করেন।

এসময় তিনি পুরস্কার হিসেবে নয়নের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার ওসিরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই নয়ন মিয়া জানান, আমাকে পুরষ্কৃত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি  কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ, দক্ষ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যারকে। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যার, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তুফা স্যারসহ জেলার উর্ধ্বতন পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগীতা করেছে।

এসআই নয়ন মিয়া ইতোমধ্যে জেলায় নয়বার ও রেঞ্জে একবারসহ মোট ১০ বার শ্রেষ্ঠ এসআইয়ের পুরষ্কার লাভ করেছেন।

এইচআর

Link copied!