Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনেকেটে ২ যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৪, ০৪:৫৩ পিএম


রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনেকেটে ২ যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মো. শাকিল মিয়া (২০), মো. মজিবুর রহমান (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুখনাই রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুখনাই গ্রামের শাহাবুদ্দিন মাক্কুর ছেলে মো. শাকিল মিয়া (২০) সে ইসলামপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করছে। অপরজন একই গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. মজিবুর রহমান (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুইজন রেললাইনে বসে মোবাইলে ফ্রী ফায়ার গেমস খেলছিল। জামালপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।  

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এইচআর

 

Link copied!