Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

তালায় উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৪, ০৮:৫০ পিএম


তালায় উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের সাথে তালা উপজেলা প্রশাসন ও চেয়ারম্যান গনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা ১২ টার দিকে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ভাইস চেয়ারম্যন সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যন মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম,তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!