Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৪, ০১:০৬ এএম


খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাদিুকর রহমান রানা ওরফে বিহারী রানা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ের আহসান উল্লাহ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রানা নগরীর ফেরিঘাট এলাকার বিহারী কলোনির শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বেরিয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রাশিদা বেগম বলেন, কারা এবং কেনো গুলি চালিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত পলাশ শেরে বাংলা রোডের শেখ মোতালেবের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রানা, পলাশ ও নিলয় চা পান করছিলেন। এসময় রানা মোবাইলে কাউকে গালিগালাজ করেন। কিছু সময় পর হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন সন্ত্রাসীরা। গুলি রানার গলায় এবং বাম বুকে লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। আহতাবস্থায় পলাশ তার শেরে বাংলা রোডের বাড়িতে চলে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএস

Link copied!