Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৪, ০৬:৫৭ পিএম


কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম জমিলা বেগম। তিনি উপজেলার শ্রুতিধর এলাকার ওসমান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় রেল লাইনে থাকা স্থানীয় বাসিন্দা জমিলা বেগমকে ধাক্কা দেয়। এতে জমিলা বেগম গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারী শ্রবণ প্রতিবন্ধী থাকায় ট্রেনের শব্দ শুনতে পারেনি বলেও জানান রেলওয়ে থানা পুলিশ।

লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আল মমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলার কালীগঞ্জে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছে।

এইচআর

 

Link copied!