Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৪, ১১:১৮ এএম


শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে
ছবি: সংগৃহিত

কনকনে শীতে কাঁপছে ‘হিমালয়কন্যা’ পঞ্চগড়। উত্তরের এ জেলাতে মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা ১ মিনিটে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সপ্তাহজুড়ে জেলাটিতে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও এ তাপমাত্রা ছিল ৮ ডিগ্রির বেশি। এখন ঘন কুয়াশা আর উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে তাপমাত্রা কমেছে। এতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

গ্রামীণ জনপদে নিম্ন-আয়ের জনপদ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তাদেরকে সকাল সাড়ে সাতটার দিকে কর্মস্থলে উদ্দেশে বের হতে দেখা গেছে।

এআরএস

Link copied!